শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬, ০৬:০৪:০৭

জঙ্গিদের সঙ্গে বিএনপির সম্পর্ক আছে : হানিফ

জঙ্গিদের সঙ্গে বিএনপির সম্পর্ক আছে : হানিফ

নিউজ ডেস্ক : জঙ্গি দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পর বিএনপি নেতারা মায়াকান্না ও আহাজারি করেন। বিএনপি নেতাদের এই আহাজারিতে প্রমাণ হয় যে জঙ্গিদের সঙ্গে তাদের সম্পর্ক আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শুক্রবার আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের জনসভার প্রস্তুতি নিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, জঙ্গি দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পর বিএনপি নেতারা মায়াকান্না ও আহাজারি করেন। যখন তারা পেট্রল দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছিল, তখন কোথায় ছিল এ মায়াকান্না। তাদের পেট্রলবোমা থেকে শিশুও রক্ষা পায়নি। বিএনপি নেতাদের এই আহাজারিতে প্রমাণ হয় যে জঙ্গিদের সঙ্গে তাদের সম্পর্ক আছে।

৫ জানুয়ারি বিএনপিকে জনগণ মাঠে নামতে দেবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, নির্বাচন বানচালের নামে যারা মানুষ হত্যা করে, তাদের কোনো কর্মসূচি পালনের অধিকার নেই।

হানিফ বলেন, বিএনপি ২০১৪ সালের ৫ জানুয়ারি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচনই শুধু বর্জন করেনি, তারা নির্বাচন বানচাল করতে ৪৭ জন মানুষকে হত্যা করেছিল। ৫ শতাধিক স্কুল পুড়িয়ে দিয়েছিল, ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়েছিল।

তিনি বলেন, ৫ জানুয়ারি নির্বাচন দিয়ে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা না হলে গণতান্ত্রিক অপশক্তি ক্ষমতা দখলের চেষ্টা করতো। সেই নির্বাচন বানচালের জন্য বিএনপি মানুষ হত্যা করেছে। এখন গণতন্ত্র হত্যা দিবসের নামে রাজপথে কোনো কর্মসূচি পালন করতে চাইলে জনগণ তা মেনে নেবে না।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে যৌথসভায় বক্তব্য দেন ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার সম্পাদক আখতার হোসেন প্রমুখ।

৩০ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে