বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫, ০৭:২৬:১৬

তাবেলার লাশ ইতালি যাচ্ছে আজ

তাবেলার লাশ ইতালি যাচ্ছে আজ

ঢাকা : হত্যার দুই সপ্তাহেরও বেশি সময় পর ইতালির নাগরিক তাবেলা সিজারের লাশ আজ বুধবার সকালে ইতালিতে নেওয়া হচ্ছে।

এতদিন সিজারের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গের হিমঘরে ছিল। মঙ্গলবার সন্ধ্যায় ইতালীয় দূতাবাস লাশ নিয়ে যাওয়ার বিষয়টি পুলিশকে জানিয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক বলেছেন, সন্ধ্যায় ইতালীয় দূতাবাস থেকে ফোন করে সিজারের লাশ দেশে নেওয়ার কথা বলা হয়েছে। এ জন্য কাল বুধবার সকাল সাড়ে আটটার দিকে মর্গের সামনে পুলিশ উপস্থিত থাকতে বলা হয়েছে।
১৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে