পাবনা : মা-ছেলেসহ তিন মাদক চোরাকারবারীকে আটক করেছে র্যাব সদস্যরা। এ সময় হেরোইন ও হেরোইন বিক্রির ১ লাখ ২৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
বুধবার ভোররাতে পাবনা শহরের কাশিপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- পাবনা পৌরসভার কাশিপুর বটতলা মহল্লার কামাল প্রামাণিকের স্ত্রী মনিরা খাতুন, তার ছেলে হযরত আলী ও কাচারীপাড়া মহল্লার আমজাদ হোসেনের ছেলে লেবু মিয়া।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ডিউটি অফিসার পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু নেওয়াজ সরদার জানান, একটি সংঘবদ্ধ চক্র কাশিপুর এলাকায় মাদক বিক্রি করছে- এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব।
এ সময় তাদের কাছ থেকে এক গ্রাম হেরোইন ও হেরোইন বিক্রির ১ লাখ ২৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
১৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ