ঢাকা : মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের আইনজীবীরা। বুধবার সকাল ১০ টার দিকে তার আইনজীবীরা আপিল বিভাগ থেকে দেওয়া চূড়ান্ত রায়ের বিরদ্ধে এ রিভিউ আবেদন করেন।
৩৮ পৃষ্ঠার মূল রিভিউ আবেদনে রায় পুনর্বিবেচনার পক্ষে ৩২টি যুক্তি তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী শিশির মুহাম্মদ মনির। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষেও আজ রিভিউ আবেদন দায়ের করা হতে পারে।
এর আগে মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে সাক্ষাত করেন তার আইনজীবীরা। একদল আইনজীবী কারাগারে গিয়ে মুজাহিদের সঙ্গে রিভিউ পিটিশন দায়েরের বিষয়ে আলোচনা করেন।
১৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ