ঢাকা : হত্যাকাণ্ডের ১৬ দিন পর ইতালির নাগরিক সিজারি তাভেল্লার লাশ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বুধবার সকালে ইতালি দূতাবাসের কর্মকর্তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘর থেকে তাভেলার লাশ বুঝে নেন। এরপর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাভেল্লার লাশ নিজ দেশে পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে। হত্যাকাণ্ডের পর থেকে লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গের ফ্রিজে রাখা ছিল।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, দুপুর নাগাদ তাভেল্লার লাশ ঢামেক থেকে বের করে নেয়া হবে। এরপর বিমান যোগে ইতালিতে লাশ পাঠানো হবে।
তিনি জানান, এসব প্রক্রিয়ার আগেই তাভেল্লা হত্যা মামলার তদন্ত সংস্থার পক্ষ থেকে তাভেল্লার লাশ হস্তান্তরের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
মামলার তদারকি কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার শেখ নাজমুল আলম জানান, ইতালি নাগরিকের লাশ তার দেশে ফেরত পাঠানোর জন্য যেসব প্রক্রিয়া আছে তা আগেই সম্পন্ন করা হয়েছে। ইতালি দূতাবাসের মাধ্যমে সিজারি তাভেল্লার লাশ তার দেশে পাঠানো হচ্ছে।
২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ৯০ নম্বর সড়কের পশ্চিম প্রান্তে গুলশান এভিনিউসংলগ্ন গভর্নর হাউসের দক্ষিণের দেয়াল ঘেঁষা ফুটপাতে দুর্বৃত্তরা সিজারি তাভেল্লাকে গুলি করে। স্থানীয়রা উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তাভেল্লা নেদারল্যান্ডসভিত্তিক এনজিও আইসিসিও কর্পোরেশনের প্রকল্প পরিচালক ছিলেন। ওই প্রতিষ্ঠানের বাংলাদেশ প্রতিনিধি হেলেন দার বিক বাদী হয়ে গুলশান থানায় ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় অজ্ঞাত তিনজনকে আসামি করা হয়েছে।
১৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ