বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫, ১২:৩৮:৩৭

শেষ আইনি লড়াইয়ে মুজাহিদ-সাকা

শেষ আইনি লড়াইয়ে মুজাহিদ-সাকা

ঢাকা : মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেয়া রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছেন জাময়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরী।

বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় নিজ নিজ আইনজীবীর মাধ্যমে এ রিভিউয়ের (পুনর্বিবেচনার) আবেদন উপস্থাপন করেন তারা।
প্রথমে মুজাহিদের পক্ষে তার আইনজীবী শিশির মনির আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ৩৮ পৃষ্ঠার রিভিউ আবেদন জমা দেন।

এরপর সালাহউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে ১০৮ পৃষ্ঠার গ্রাউন্ডে মোট ৩৫৭ পৃষ্ঠার রিভিউ আবেদন করেন তার আইনজীবী হুজ্জাতুল ইসলাম।
১৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে