বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫, ১২:৫২:২৬

ক্রিকেটার শাহাদাতের স্ত্রীর জামিন নামঞ্জুর

ক্রিকেটার শাহাদাতের স্ত্রীর জামিন নামঞ্জুর

ঢাকা : শিশু গৃহকর্মী হ্যাপীকে নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন রাজিবের স্ত্রী জেসমিন জাহান নিত্যের জামিনের আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার নিত্যের আইনজীবী অ্যাডভোকেট কাজী নজীবউল্ল্যাহ হিরু ঢাকার সিএমএম আদালতে জামিনের আবেদন করলে শুনানি শেষে এ আবেদন নামঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিরুল হায়দার চৌধুরীর আদালত।

গত ৩ অক্টোবর দিনগত গভীর রাত সাড়ে ৩টায় মালিবাগের পাবনা গলিতে তার বাবার বাড়ি থেকে নিত্যকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ। ৪ অক্টোবর পাঁচদিনের রিমান্ড চেয়ে তাকে হাজির করা হলে রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন আদালত। আদালতের অনুমোদনক্রমে তাকে ৩দিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
১৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে