ঢাকা : রেলের যাত্রীসেবার মান উন্নয়ন ও ছারপোকা নিধনে প্রকল্প হাতে নিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি বলেছেন, ট্রেনে কোনো ছারপোকা থাকবে না। ছারপোকা না থাকলে ট্রেনে সবাই স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবে। এ জন্য একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এটি অনুমোদনও পেয়েছে। এখন শুধু প্রকল্পটির কাজ শুরুর অপেক্ষা।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্সে’ তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, রেল ভ্রমণের পর সবার একটাই প্রশ্ন, ট্রেনে ছারপোকা কেন। তাই ট্রেনে যাতে ছারপোকা না থাকে, যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারে সে ব্যবস্থা নেয়া হয়েছে। টয়লেট যাতে ব্যবহার উপযোগী হয় সে ব্যাপারেও উদ্যেগ নেয়া হয়েছে।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের সহিংসতার সময় রেলের ৭০ কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। সেগুলোর মেরামত করা হচ্ছে। কিছু পরিবর্তন করা হচ্ছে। এতে অনেক টাকা খরচ হচ্ছে, যা দিয়ে অন্য কাজ করা যেত।
মন্ত্রী বলেন, এ বছর ট্রেনের যাত্রী সেবার জন্য ১৯ লাখ টাকার একটি প্রকল্পের কাজ হাতে নেয়া হয়েছিল। সেই টাকা কোথায় গেছে তার খোঁজ নেয়া হচ্ছে। টয়লেটে সাবান, পেস্ট দেয়ার কথা থাকলেও দেয়া হয়নি। দুর্নীতি নেই অস্বীকার করব না, কিন্তু দুর্নীতি উচ্ছেদের জন্য কাজ করা হচ্ছে। এ ব্যাপারে সবার সহযোগিতা দরকার।
এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে রেলের ২১ হাজার শূন্যপদে নিয়োগ দেয়া হবে। কিছু কিছু জায়গায় আইনি জটিলতা রয়েছে। সেগুলোতে আইনি লড়াই করে এগিয়ে যাওয়া হচ্ছে।
ক্র্যাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইসারফ হোসেন ইসা।
বক্তব্য রাখেন ডিআরইউ’র সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা।
১৪ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম