ঢাকা : গত সোমবার কানধরে ওষুধ প্রতিনিধিদের উঠবস করার পর এবার অফিসে টাই পরে না আসায় রাজধানীতে প্রকাশ্যে কানধরে উঠবস করা হয়েছে এক সিনিয়র এক্সিকিউটিভকে। কানধরে উঠবস করিয়েছেন যমুনা ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান। একইসঙ্গে অফিসিয়াল সিস্টেম না মানার অভিযোগে ওই এক্সিকিউটিভকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।
গতকাল সুরমা টাওয়ারের যমুনা ব্যাংক, মতিঝিল শাখায় এ ঘটনা ঘটে। এ নিয়ে ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ হঠাৎ মতিঝিল শাখায় পরিদর্শনে যান যমুনা ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান মামুন মাহমুদ। পরিদর্শনে গিয়ে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের তিরস্কার করতে থাকেন তিনি। এ নিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বিব্রতবোধ করেন। একপর্যায়ে এক সিনিয়র এক্সিকিউটিভের কাছে জানতে চান, আপনি টাই পরে আসেননি কেন?
জবাবে ওই এক্সিকিউটিভ পোশাক-পরিচ্ছদ সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের কথা স্মরণ করিয়ে দেন। এতে মানবসম্পদ বিভাগের প্রধান ক্ষিপ্ত হয়ে উঠেন। এরপর তিনি ওই এক্সিকিউটিভকে কানধরে উঠবস করতে বলেন। বাধ্য হয়ে তিনি কানধরে উঠবস করেন।
এ ঘটনায় ব্যাংকের সিনিয়র কর্মকর্তাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। মানব সম্পদ বিভাগের প্রধান চলে যাওয়ার পর ক্ষোভের সাথে তারা বলেন, সবই সম্মানের জন্য চাকরি করে। এতে যদি সম্মান না থাকে তাহলে চাকরি করে কি লাভ?
এ ব্যাপারে জানতে চাইলে বুধবার মামুন মাহমুদ টেলিফোনে একটি গণমাধ্যমকে বলেন, ঘটনাটি ঠিক এভাবে ঘটেনি। ওই এক্সিকিউটিভকে বলেছিলাম, নেক্সট টাইম টাই পরে না এলে কিন্তু কান ধরতে বলব। এতেই তিনি কানধরে উঠবস করেন। পরে তাকে ধমক দেয়ায় কান থেকে হাত নামিয়ে রাখেন। ওই কর্মকর্তা একটু বোকা টাইপের, না হলে কেউ এভাবে কান ধরে।
মামুন মাহমুদের দাবি, ব্যাংকের সিসিটিভি ফুটেজে এর সত্যতা মিলবে। সিসিটিভি ফুটেজ পাঠিয়ে দেয়ার কথা বললে তিনি বলেন, এটা বেশ ঝামেলার, ব্যাংকের অনুমতি লাগবে। এটা পাঠানো আমার পক্ষে সম্ভব না।
তিনি দাবি করেন, ব্যাংকের একটি অংশ তার কাজকর্মে প্রতিবন্ধতা সৃষ্টি করছে। তারাই এই অপপ্রচার চালাচ্ছে।
উল্লেখ্য, গত সোমবার কানধরে ওষুধ প্রতিনিধিদের উঠবস করায় মঙ্গলবার দুই ম্যাজিস্ট্রেটের অপসারণ দাবি করেছে চুয়াডাঙ্গায় কর্মরত ফার্মাসিউটিক্যাল মেডিকেল রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)।
ওষুধ কোম্পানির দুই প্রতিনিধিকে প্রকাশ্যে গায়ের জামা খুলিয়ে কানধরে উঠবসের শাস্তি প্রদান করায় মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপিও দিয়েছে ফারিয়া। তারা অভিযুক্ত ম্যাজিস্ট্রেট মুনিবুর রহমান ও মুশফিকুল আলম হালিমের অপসারণ ও শাস্তি দাবি করেছেন। তথ্যসূত্র : অর্থসূচক
১৪ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম