নিউজ ডেস্ক : দেশের বিশিষ্ট দু’শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও সিরাজুল ইসলাম চৌধুরী। তারা বলেছেন, মেডিকেলের প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে পুনরায় পরীক্ষা নেয়া উচিত। অন্যথায় এ ঘটনা যে নতুন প্রজন্মের মধ্যে হতাশা ছড়িয়ে দিচ্ছে, তার জন্য জাতিকে চড়া মূল্য দিতে হবে।
আজ বুধবার সংবাদিকদের কাছে এসব কথা বলেন তারা।
সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঠিক সুরাহা করতে না পারলে শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষাব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে ফেলবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।
সেইসঙ্গে আগামীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে যথাযথ ব্যবস্থা নেয়ারও পরামর্শ দেন এ দুই শিক্ষাবিদ।
এ বছরের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ১৮ সেপ্টেম্বর। এর পরদিন থেকেই প্রশ্ন ফাঁসের অভিযোগে আন্দোলন করছে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
পরীক্ষা বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা নেয়ার দাবিতে আন্দোলন গড়িয়েছে ২৬ দিনে। কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন শুরু করেছেন তারা। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর বরাবরই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অস্বীকার করে আসছে।
প্রশ্ন ফাঁসের নানা রকম তথ্য-প্রমাণ হাজির করা হলেও স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে শিক্ষার্থীদের আন্দোলন অযৌক্তিক বলে মন্তব্য করছেন তারা।
১৪ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম