বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫, ০৮:৪৩:২১

শুরুটা মেয়রের, এখন এক যুগান্তকারী উদ্যোগ

শুরুটা মেয়রের, এখন এক যুগান্তকারী উদ্যোগ

নিউজ ডেস্ক : শুরুটা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।  তিনি সাধারণ মানুষের যাতায়াতে দুর্ভোগের কথা উপলব্ধি করে এরই মধ্যে তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের একপাশে খালি করে দেয়ার ব্যবস্থা করেছেন।

এতে কিছুটা হলেও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হয়েছে।

এখন রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেয়ার উদ্যোগ সত্যিই মাইলফলক।  এমন যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়ন হলে ঢাকাবাসী হাফ ছেড়ে বাঁচবে।  সরকারকে বাহবা না দিয়ে কেউ পারবে না।

বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকে তেজগাঁও ট্রাকস্ট্যান্ড স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়া হয়।  

এ সময় কোনো অবস্থায়ই ট্রাক ও কাভার্ড ভ্যান তেজগাঁও অঞ্চলের রাস্তার ওপর না রাখা এবং প্রথমপর্যায়ে ট্রাকস্ট্যান্ডে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সেখানে ট্রাক-কাভার্ডভ্যান সারিবদ্ধভাবে রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

ট্রাকস্ট্যান্ডের ভেতরের কোনো জায়গা গ্যারেজ হিসেবে ব্যবহার না করার বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়।
 
বৈঠকে জানানো হয়, তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের ভেতরের বর্তমান অবস্থা দেখতে এলজিআরডি, সড়ক পরিবহন, নৌপরিবহন, রেলপথ ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ২৭ অক্টোবর বিকেলে সেখানে যাবেন।
 
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, রেলপথমন্ত্রী মুজিবুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী, রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফিরোজ সালাহউদ্দিন, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, ঢাকা জেলা প্রশাসক তোফাজ্জেল হোসেন মিয়া, ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী খান এবং ট্রাক-কাভার্ডভ্যান ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মোতালেব।
১৪ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে