বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১৭, ১২:৩৭:৩৬

রূপকথার রাজ্য বিএনপির স্বপ্নদেখে লাভ নেই: কাদের

রূপকথার রাজ্য বিএনপির স্বপ্নদেখে লাভ নেই: কাদের

নিউজ ডেস্ক : রূপকথার রাজ্যে বিএনপির রঙিন স্বপ্ন দেখে লাভ নেই বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এ মন্তব্য করেন তিনি।

‘এরপর থেকে সোহরাওয়ার্দীতে অনুমতি না পেলে অনুমতি ছাড়াই বিএনপি জনসভা করবে’- বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, যে দল গত তিন বছরে তিন মিনিটের জন্য রাজপথে উত্তাপ ছড়াতে পারে নি, সে দলের রূপকথার রাজ্যে রঙিন স্বপ্ন দেখে লাভ নেই।

তিনি বলেন, ৭৫ সালের পর ২৬ বছরে কোনো সরকার যা করতে পারে নি, শেখ হাসিনা সরকার তিন বছরে তা করে দেখিয়েছে।

তিন বছরে সরকারে ব্যর্থতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সেতূমন্ত্রী বলেন, ছোট-খাট কয়েকটি ভুল-ব্যর্থতা থাকতে পারে। কারণ আমরা তো মানুষ। তবে আমাদের প্রাপ্তি প্রত্যাশার থেকে অনেক বেশি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে সারাদেশে জেলা-উপজেলা শাখার নেতাকর্মীদের নেত্রীর পক্ষ থেকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণের নির্দেশ দিয়েছি। মানবতার পক্ষে দাঁড়াতে বলেছি।

শীতবস্ত্র বিতরণ এ অনুষ্ঠানের আয়োজন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
১২ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে