গাইবান্ধা : বহুল আলোচিত শিশু সৌরভকে গুলি করে আহতের মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা মূখ্য হাকিম আদালতের বিচারক এই আদেশ দেন।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাকে আদালতে নেওয়া হয়।
এদিকে, এমপি লিটনকে আদালতে নেওয়ার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তার সমর্থকরা পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করে।
এ সময় পুলিশের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পুলিশ টিয়ারশেল ও লাঠিচার্জ করলে বেশ কয়েকজন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে বুধবার রাত সোয়া ১০টার দিকে উত্তরার একটি বাসা থেকে এমপি লিটনকে গ্রেফতার করে ঢাকা মহানগর ডিবি। রাতেই রওনা হয়ে বৃহস্পতিবার সকালে গাইবান্ধা ডিবি পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।
১৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ