বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫, ০১:০৭:১৩

বিকেলে কামরুলকে নিয়ে দেশে ফিরছে পুলিশ

বিকেলে কামরুলকে নিয়ে দেশে ফিরছে পুলিশ


ঢাকা : বহুল আলোচিত সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজন হত্যাকারী কামরুল ইসলামকে নিয়ে সৌদি আরব থেকে বৃহস্পতিবার বিকালে দেশে ফিরছে পুলিশের প্রতিনিধি দল।

বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) নজরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কামরুলকে নিয়ে ঢাকায় পৌঁছাবে দলটি।

১১ অক্টোবর রোববার দিনগত রাত ২টার একটি ফ্লাইটে রাজন হত্যার পরিকল্পনাকারী কামরুল ইসলামকে ফিরিয়ে আনতে পুলিশের তিন কর্মকর্তা সৌদি আরব যান।

প্রতিনিধি দলের তিন সদস্য হলেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুবুল করিম ও সহকারী পুলিশ কমিশনার এ এফ এফ নেজাম উদ্দিন।
১৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে