বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫, ০১:১১:৫১

আমরা একগুচ্ছ ফুল পেয়েছি : প্রধানমন্ত্রী

আমরা একগুচ্ছ ফুল পেয়েছি : প্রধানমন্ত্রী

কুড়িগ্রাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ছিটমহলে আমরা একগুচ্ছ সদ্য প্রস্ফূটিত ফুল পেয়েছি। আপনারা আমাদেরই লোক। অনেকদিন আপনারা বঞ্চিত ছিলেন, এখন আর ভাববেন না আপনাদের কেউ নেই।’

বৃহস্পতিবার কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার সাবেক ছিটমহল দাশিয়ারছড়া সফরে এক সুধী সমাবেশে
তিনি একথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘বিলুপ্ত ছিটমহলবাসী এখন রাষ্ট্রের নাগরিক। দাশিয়ারছড়া এখন ছিটমহল নয়, এটি বাংলাদেশের অন্তর্গত ফুলবাড়ির এলাকা।’

তিনি বলেন, ‘আমি ফুলবাড়িতে এসেছি। ফুলবাড়ি এখন নতুন প্রস্ফূটিত ফুলের এক বাগান এবং এখানকার নাগরিকরা এখন এক একজন ফুল।’

ছিটমহলবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা ভুলেও এখন আর নিজেদের ছিটের বাসিন্দা বা ছিটি মনে করবেন না, বলবেনও না।’

এর আগে প্রধানমন্ত্রী সকালে হেলিকপ্টারে দাশিয়ারছড়ায় আসেন। সেখানে দাশিয়ারছড়ার বিদ্যুৎ সংযোগ প্রদান কার্যক্রমের উদ্বোধন এবং ইডকলের প্রোগ্রামের অধীনে সোলার হোম সিস্টেম বিতরণ করেন তিনি।

উদ্বোধনের পর শেখ হাসিনা বলেন, ‘আপনারা যেন অন্ধকারে না থাকেন সেজন্য ব্যবস্থা নিয়েছি। ২৫০০ পরিবারকে পল্লী বিদ্যুতের মাধ্যমে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করেছি।’

তিনি জানান, ‘তিনটি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ শুরু করেছি। হাইস্কুল, মসজিদভিত্তিক শিক্ষা ব্যবস্থার উদ্যোগ নিয়েছি। চিকিৎসা ব্যবস্থার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রামে কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থা করেছি। এছাড়া কাঁচা রাস্তা পাকা করার ব্যবস্থা করা হয়েছে।’

দাশিয়ারছড়ার কর্মসূচি শেষে দুপুরে প্রধানমন্ত্রী কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দিবেন। সেখানে তিনি বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। জনসভা শেষে বিকেলে ঢাকায় ফিরে যাবেন প্রধানমন্ত্রী।
১৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে