ঢাকা : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আবেদনের শুনানির দিন ধার্যের আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
বৃহস্পতিবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালতে দ্রুত শুনানির দিন ধার্যের এই আবেদন জানানো হয়।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইকরামুল হক সাংবাদিকদের বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলা দ্রুত নিষ্পত্তির বিধান রয়েছে। এ কারণে দ্রুত রিভিউ শুনানির দিন ধার্যের আবেদন জানানো হয়েছে।
এর আগে বুধবার আপিল বিভাগে পৃথকভাবে রিভিউ আবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ।
১৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ