ঢাকা : শিশু রাজন হত্যাকাণ্ডের মূলহোতা কামরুল এখন ঢাকায়। সৌদি আরব থেকে আজ তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পুলিশের তিন কর্মকর্তা কামরুল ইসলামকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
এপিবিএনের সিনিয়র সহকারী কমিশনার আলমগীর হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ১২ অক্টোবর কামরুলকে দেশে ফিরিয়ে আনতে পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুবুল করিম, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ ও সহকারী পুলিশ কমিশনার এ এফ এফ নেজাম উদ্দিন সৌদি আরব যান।
উল্লেখ্য, চলতি বছরের ৮ জুলাই সিলেটে শিশু রাজনকে চোর অপবাদ দিয়ে কামরুলসহ আরো কয়েকজন নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে। ওই হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ মোবাইল ফোনে ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় কামরুলসহ জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে।
এর মধ্যে ১০ জনকে আগেই গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। ঘটনার দু’দিন পর ১০ জুলাই প্রধান আসামি কামরুল জেদ্দায় পালিয়ে যায়। সেখানেও রক্ষা হয়নি তার। প্রবাসী বাংলাদেশিরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।।
ঘটনার তদন্ত শেষে মোট ১৩ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে জালালাবাদ থানা পুলিশ।
১৫ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম