ঢাকা : দুই বিদেশি নাগরিক হত্যার রহস্য উদ্ঘাটনে প্রধান বিচারপতির সমন্বয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।
তিনি বলেন, এ হত্যার রহস্য উদ্ঘাটনে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সব এজেন্ট ব্যর্থ হয়েছে। সরকার এ হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করেছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত করে দোষিদের চিহ্নিত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় যুবদলের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন মামুন, সাইফ আলী খানসহ দলের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীসহ অন্য মন্ত্রীদের বক্তব্যের কড়া সমালোচনা করেন শাহ মোয়াজ্জেম হোসেন।
তিনি বলেন, বিদেশি হত্যায় রাজনৈতিক দলগুলোকে জড়িয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাতে প্রকৃত দোষীরা আড়ালে পড়ে যাবে। এতে ভবিষ্যতে তারা আরো অপরাধ করতে উৎসাহিত হবে।
শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, বিদেশিরা আমাদের দেশে আসেন উন্নয়নের সাহায্যকারী হিসেবে। তারা বিনিয়োগ করেন, শিল্প, কল-কারখানা স্থাপন করেন। কিন্তু তাদের হত্যা করে দেশের ক্ষতি করতে যারা জড়িত তাদের খুঁজে বের করতে হবে।
তিনি বলেন, বিদেশি হত্যায় সরকারের ব্যর্থতা রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জড়িয়ে যে বক্তব্য রেখেছেন তা দুঃখজনক। প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের যে উন্নয়ন করছেন তা আমি অস্বীকার করছি না। তবে তিনি ভোটারবিহীন প্রধানমন্ত্রী। তার পক্ষে দেশের আরেক সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য সমীচীন নয়।
শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, বিএনপিতে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই। আর এ ধরনের কোনো ইঙ্গিত থাকলে আমি অন্তত এ দলের সঙ্গে থাকতাম না। দেশের কথা বলা মানেই জঙ্গিবাদ নয়।
গাইবান্ধা জেলায় এমপি কর্তৃক শিশুকে গুলি করার ঘটনাসহ কয়েকটি নারী নির্যাতনের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, দেশে আইনের শাসন নেই। কিন্তু সরকার বলছে, আছে। যদি থেকে থাকে তাহলে কুশাসন কাকে বলে?
প্রধানমন্ত্রীর পুরস্কারপ্রাপ্তি নিয়ে শাহ মোয়াজ্জেমবলেন, এটা আমাদের দেশের জন্য গর্বের বিষয়। কিন্তু তিনি যে কারণে পুরস্কার পেয়েছেন তাতে আমার সন্দেহ আছে। এ পুরস্কার পাওয়ার পেছনে মাজেজা আছে।
দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের সিদ্ধান্তের সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, এ ধরনের নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের চেয়ারপারসন। তবে ব্যক্তিগতভাবে আমি সরকারের এ সিদ্ধান্তকে পছ্ন্দ করছি না।
১৫ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম