নিউজ ডেস্ক : এবারো খেলতে গিয়ে ৩০ ফিট গভীর কূপের ভেতরে পড়ে গেছে সাত বছরের শিশু ইয়াছিন। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে আশুলিয়ার দক্ষিণ ভাদাইল এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।
ইয়াছিন কিশোরগঞ্জের কুনিয়ারচড় এলাকার দক্ষিণ ফালুয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
শিশুটির বাবা জসিম উদ্দিন জানান, পরিবারের সদস্যদের নিয়ে তিনি আশুলিয়ার দক্ষিণ ভাদাইল এলাকার হাবিবুর রহমানের বাড়িতে ভাড়ায় থাকেন। বৃহস্পতিবার বিকেলে তার ছেলে বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলছিল। হঠাৎ জহির উদ্দিনের বাড়ির একটি খোলা কূপে পড়ে যায় সে।
এ ব্যাপারে আশুলিয়ার ডিইপিজেডের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, কূপটির গভীরতা প্রায় ৩০ ফুট হবে। শিশুটিকে উদ্ধারের জন্য চেষ্টা চলছে।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন কাদির বলেন, শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস দলকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। শিগগিরই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর রাজধানীর খিলগাঁওয়ের শাহজাহানপুর কলোনি মাঠের পাশে ওয়াসার ৪০০ ফুট গভীর কূপে পড়ে যায় জিহাদ নামের এক শিশু। ২৪ ঘণ্টা চেষ্টার পর শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে বহু নাটকীয় ঘটনা ঘটে গেছে।
১৫ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম