ঢাকা : দশম জাতীয় সংসদের ৮ম অধিবেশন বসছে ৮ নভেম্বর। বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক এস এম মঞ্জুর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ৮ নভেম্বর রোববার বিকেল সাড়ে চারটায় ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দশম জাতীয় সংসদের অষ্টম (২০১৫ সালের ৪র্থ) অধিবেশন আহ্বান করেছেন।
সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহ্বান করেছেন।
১৫ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম