শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭, ০১:৪০:২২

আসছে নতুন আরও ৫ টিভি চ্যানেল

আসছে নতুন আরও ৫ টিভি চ্যানেল

নিউজ ডেস্ক : আরও নতুন পাঁচটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছে সরকার। গত কয়েক দিনে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব টিভি চ্যানেলের অনুমোদন দেয়া হয়েছে।

নতুন এই পাঁচটি টিভি চ্যানেল অনুমোদন পাওয়ার পর দেশে অনুমতিপ্রাপ্ত চ্যানেলের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩। এর মধ্যে ২৬টি চ্যানেল বর্তমানে চালু রয়েছে। তবে আরও দু-তিনটি চ্যানেল অনুমোদন পেতে পারে বলে জানা গেছে।

নতুন চ্যানেলগুলোর অনুমোদনের এ তথ্য জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, সরকার এগুলোর অনুমোদন দেওয়া যৌক্তিক মনে করেছে।

বরাবরের মতো এবারও নতুন ৫টি টিভি চ্যানেলের অনুমোদন পেয়েছেন সরকারঘনিষ্ঠ ব্যক্তিরা। অনুমোদনপ্রাপ্ত টেলিভিশন চ্যানেলগুলো হচ্ছে- নোয়াখালী-৩ আসনের সাংসদ মো. মামুনুর রশীদ কিরণের গ্লোবাল টিভি, প্রয়াত লেখক সৈয়দ শামসুল হকের পুত্র দ্বিতীয় সৈয়দ হকের আমার টিভি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের খেলা টিভি। এ ছাড়া দু’জন সাংবাদিকের দু’টি চ্যানেলের অনুমোদন দেওয়া হলেও প্রজ্ঞাপন জারি করা হয়নি।
২১ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে