নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) গঠনে বিএনপি সার্চ কমিটি গঠনের জন্য তাদের দলীয় লোকের নাম প্রস্তাব করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিচারপতি কে এম হাসানের নাম উল্লেখ করে তিনি বলেন, তিনি বিএনপির দলীয় লোক । কারণ তিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। বিএনপি ক্ষমতায় থাকার সময় বিচারপতি আব্দুল আজিজকে প্রধান নির্বাচন কমিশনার করে বিএনপি দলীয় ইসি গঠন করেছিলেন।
রোববার সকালে রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের অধীন ২০ নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য ইসি গঠন নিয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্যের জবাবে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘ইসি গঠন নিয়ে সরকারের কোন ইচ্ছা নেই। রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিবাভক। সার্চ কমিটিতে আওয়ামী লীগের কোন সমর্থকের নাম থাকবে না সে ব্যাপারে তারা নিশ্চিত। রাষ্ট্রপতি আওয়ামী লীগ বা বিএনপির লোক দিয়ে ইসি গঠন না করে নিরপেক্ষ লোক দিয়ে তা গঠন করবেন বলে আমরা প্রত্যাশা করি।’
ওবায়দুল কাদের বলেন, সরকারের কাছে আর মাত্র এক বছর দশ মাস সময় রয়েছে। সরকারের জন্য উন্নয়ন আর অর্জনের কিছু বাকী নেই। দাভোসে ইনক্লুসিভ গ্রোথ অর্জনে ভারত, শ্রীলংকা ও ফিলিপাইনসহ অনেক দেশের চেয়ে এগিয়ে রয়েছে।
দেশ উন্নয়ন ও অর্জনে বিশ্বের বিস্ময় হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ জিতবেই এ ধরনের মানসিকতা দলকে ডোবাবে। ভালোটা আশা করতে হবে। তবে মন্দটার জন্যও প্রস্তুত থাকতে হবে।
২০০১-২০০৬ সাল পর্যন্ত বিএনপি জামায়াতের হত্যা, সন্ত্রাস ও নির্যাতনের কথা উল্লেখ করে কাদের বলেন, বিএনপি-জামায়াত সরকারের সময় কতজন নেতা-কর্মী বাড়ী ঘরে থাকতে পেরেছেন। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া, আহসান উল্লাহ মাস্টার, মুঞ্জুরুল ইমামদের মতো নেতাদের জীবন দিতে হয়েছে।
বিএনপি-জামায়াতের সময় ২১ হাজার নেতা-কর্মীকে জীবন দিতে হয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতা হারালে বিএনপি জামায়াত ২০০১ সালের চেয়েও ভয়ংকর মূর্তি নিয়ে আবির্ভূত হবে। তখন কেউ প্রাণে বাঁচতে পারবেন না।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ২০ নং ওয়ার্ডের সভাপতি শেখ সাইদুর রহমান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ ও যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, ইসমাঈল হোসেন চৌধুরী সম্রাট ও রেজাউল করিম রেজা প্রমুখ।
২২ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস