নিউজ ডেস্ক : সিমকার্ড ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ, কোনো সিমকার্ড একটানা ১৫ মাস ফেলে রাখলে ওই সিমের মালিকানা বাতিল হয়ে যাবে। এর আগে সিমকার্ড টানা দুই বছর ব্যবহার না করলে সেটির মালিকানা হারাতেন গ্রাহকরা।
বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ ১৮৯তম কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে কমিশন সূত্রে জানা গেছে।
বর্তমানে একটি অপারেটর সর্বোচ্চ ১০ কোটি নম্বরের সিমকার্ড বরাদ্দ দিতে পারে। কিন্তু অনেকে একাধিক সিমকার্ড কিনলেও ব্যবহার না করে ফেলে রাখে। এতে ওই সংযোগটি অন্য কাউকে দিতে পারে না মোবাইল অপারেটর। এ অবস্থা দূর করতেই এ সিদ্ধান্ত হয়েছে বলে বিটিআরসি জানা গেছে।
বিটিআরসির সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশে চালু ও সক্রিয় সিমের সংখ্যা প্রায় ১৩ কোটি ৮ লাখ।
১৫ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম