ঢাকা : দায়িত্ব পালন করতে গিয়ে মাঝে মাঝে গুলিবিদ্ধ, আহত হয়েছি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
যুক্তরাজ্যভিত্তিক বাণিজ্য সাময়িকী ‘দ্য ইমার্জিং মার্কেটস’ এশিয়ার শ্রেষ্ঠ কেন্দ্রীয় ব্যাংক গভর্নর নির্বাচিত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার এ সংবর্ধনা দেয়া হয় তাকে।
ড. আতিউর রহমান বলেন, এ পুরস্কার একদিনের নয়, দীর্ঘপথ পাড়ি দিতে হয়েছে। মাঝে মাঝে গুলিবিদ্ধ (সমালোচনা) হয়েছি, আহত হয়েছি। আবার ঘুরে দাঁড়িয়েছি।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংকে যোগদানকালে আমার কোনো ব্যাংকিং অভিজ্ঞতা ছিল না। মানবসম্পদ ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলা করা আমার জন্য সবচেয়ে বড় বিষয় ছিল। এ কারণে প্রচুর তরুণ দক্ষ কর্মী নিয়োগ দিয়েছি।
তিনি বলেন, তারা বেশ ভালো কাজ করছে। আমার বিশ্বাস, আগামীদিনে তারা বাংলাদেশ ব্যাংকে নেতৃত্ব দেবে। গত কয়েক বছরে বাংলাদেশ ব্যাংকে প্রযুক্তি উৎকর্ষতা ঘটেছে।
ড. আতিউর রহমান বলেন, বাংলাদেশে ফাইন্যান্সসিয়াল ইনক্লুশানে বিপ্লব হয়েছে। খেটে খাওয়া প্রান্তিক মানুষকে অর্থনীতির মূল স্রোতের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা কনভেশনাল মুদ্রানীতি প্রণয়নের পাশাপাশি নন-কনভেনশনাল ব্যাংকিংয়ে মনোযোগ দিয়েছি। ব্যাংকিং সুপারভিশন কঠোরভাবে পরিপালন করেছি আমরা, যার সামগ্রিক ফলাফল আজকের পুরস্কার।
প্রসঙ্গত, গত ১১ অক্টোবর ড. আতিউর রহমানকে যুক্তরাজ্যভিত্তিক বাণিজ্য সাময়িকী ‘দ্য ইমার্জিং মার্কেটস’ এশিয়ার সেরা গভর্নর নির্বাচিত করে।
১৫ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম