ঢাকা : শনিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা। শনিবার সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার ফল প্রকাশ হবে ৫ নভেম্বর।
এবার বাছাইকৃত ১০ হাজার ৩৬০ জন পরীক্ষার্থীর মধ্য থেকে যোগ্যতা পূরণ সাপেক্ষে ৮ হাজার ৭০৬ জন যোগ্য প্রার্থী পরীক্ষায় অংশ নেবে।
বুয়েটের উপ-পরিচালক (জনসংযোগ) শাহ আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৯টা থেকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং (পুরকৌশল) ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা এবং অন্যান্য ভবনে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর মোট ১ হাজার ৩০ জন শিক্ষার্থীকে বুয়েটে ভর্তি করা হবে। পাবর্ত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে চারজন কোটায় ভর্তির সুযোগ পাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১৫ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম