শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫, ১২:১১:২৬

বাংলাদেশকে পেছনে ফেলতে পারবে না অস্ট্রেলিয়া-মালয়েশিয়া

বাংলাদেশকে পেছনে ফেলতে পারবে না অস্ট্রেলিয়া-মালয়েশিয়া

ঢাকা: রূপক অর্থে নয় সত্যিকার অর্থেই বাংলাদেশের অর্থনৈতিক আকার ২০৪১ সাল নাগাদ অস্ট্রেলিয়া ও মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।


বিশ্ব অর্থনীতির মানদন্ডের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, স্বাভাবিক মানদন্ড এবং ক্ষয়ক্ষমতা বৃদ্ধির সক্ষমতার ভিত্তিতে বাংলাদেশের বর্তমান অবস্থান বিশ্বের ১৯৩ টি দেশের মধ্যে ৩৩ তম। ২০৪১ সালের মধ্যে অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ অস্ট্রেলিয়া, মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে। এ লক্ষ্যে পরিকল্পনামাফিক কাজ হচ্ছে বলেও জানান তিনি।
আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের সুরমা হলে ‘সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও  হাওর জনপদের উন্নয়ন’ শীর্ষক জাতীয় সংলাপে এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আমরা আমাদের ঘোষিত সব লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছি। বাংলাদেশ ইতোমধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। মানদন্ড অনুযায়ী বিশ^ব্যাংক কোন নি¤œ মধ্যম আয়ের দেশের মাথাপিছু আয় ১০৪৫ মার্কিন ডলার হলে তাকে এই স্বীকৃতি দেয়। বর্তমানে আমাদের মাথাপিছু আয় বেড়ে হয়েছে ১৩১৬ মার্কিন ডলার।
২০৩০ সালের মধ্যেই ‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ’ গঠন করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমানে আমরা ২০৩০ সাল পর্যন্ত সময়ের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কাজ করছি। ২০৩০ সালের লক্ষ্য ‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ’ গঠন করা। আমরা সেই লক্ষ্যেও সফল হবো ইনশাল্লাহ।
অনুষ্ঠানে হাওর এলাকার গ্রামগুলোতে বিদ্যুত না থাকার বিষয়টি মন্ত্রীকে অবহিত করা হলে তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলে শিগগিরই ওই গ্রামে বিদ্যুতের ব্যবস্থা করার আশ^াস দেন।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং হাওর জীবনযাত্রা সর্ম্পকিত সর্বদলীয় সংসদীয় গ্রুপের (এপিপিজি) চেয়ারপারসন মো. মজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হাওর জনপদের উন্নয়নে গৃহীত বিভিন্ন পরিকল্পনা ও পদক্ষেপের বিষয়ে আলোচনা করেন পরিকল্পনা কমিশনের সাধারন অর্থনীতি বিভাগের সদস্য এবং সিনিয়র সচিব ড. শামসুল আলম।


১৬ অক্টোবর.২০১৫/এমটিনিউজ২৪/আসিফ/এআর

 

 

 

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে