শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫, ১২:৫৭:০৮

নিরাপত্তার শঙ্কায় এইচএ-এম ও গ্যাপের সফর বাতিল

নিরাপত্তার শঙ্কায় এইচএ-এম ও গ্যাপের সফর বাতিল

ঢাকা: বাংলাদেশে অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে ইতালি ও জাপানের নাগরিক খুন হওয়ার পর এইচ এন্ড এম ও গ্যাপসহ ঢাকা সফর বাতিল করেছে আন্তর্জাতিক তৈরী পোশাক ক্রেতা জগতের জায়ান্ট প্রতিষ্ঠানগুলো।

চলতি মাসে তাদের সফর বাতিল করায় দেশের ২৫০০ কোটি ডলার মূল্যের গার্মেন্ট রপ্তানি খাতে উদ্বেগ দেখা দিয়েছে। বছর শেষে ক্রিসমাস মওসুুেমের অর্ডারের সময এমন ঘটনায় হতাশ বাংলাদেশী রপ্তানিকারকরা।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বাংলাদেশের গার্মেন্টস শিল্পে এ উদ্ভূত চাপের জন্য ইসলামিক স্টেটের দাবি করা হামলাগুলোকে দায়ী করা হয়। এতে বলা হয়, চলতি বছর বাংলাদেশে ৪ ব্লগার কে অজ্ঞাত দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর হঠাৎ বিদেশী নাগরিকদের ওপর নির্বিচার হামলা হওয়ায় শঙ্কা ছড়িয়ে পড়ে বিদেশীদের মধ্যে।

এ বিষয়ে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বিজিএমইএ এর প্রধান সিদ্দিকুর রহমান বলেন, ৫ দিনের ব্যবধানে দুই বিদেশী হত্যার পর আমাদের পশ্চিমা ক্রেতারা আতঙ্কিত হয়ে পড়েন। এ কারণে কিছু ক্রেতা তাদের সফর বাতিল করেছে। ব্যবসার জোয়ারের এ সময়টিতে তাদের আরও অর্ডার দেয়ার কথা ছিল।

এদিকে, আন্তর্জাতিক তৈরী পোশাক ক্রেতা প্রতিষ্ঠানগুলোর অপর নির্বাহীরা তাদের বাংলাদেশী রপ্তানিকারকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করার প্রস্তাব দিয়েছেন। তারা বলেছেন, তাদের সরকারের দেয়া সতর্কবার্তার কারণে তারা ঢাকা সফর করতে পারছেন না।

এইচএন্ডএমের মুখমাত্র অ্যানা এরিকসন বলেন, আমরা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। একইসঙ্গে আমরা যথাযথ নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করছি। এ পরিস্থিতি নিয়ে তারা অন্যান্য ব্র্যান্ডগুলোর সঙ্গেও আলোচনা করছেন বলে জানান অ্যানা।

মার্কস অ্যান্ড স্পেনসার জানিয়েছে, কয়েক সপ্তাহ আগে তাদের প্রতিষ্ঠান সাত দিনের জন্য বাংলাদেশ সফর বন্ধ করে দেয়। এরপর আবার তারা সফর শুরু করেছে বলে জানান প্রতিষ্ঠানের এক মুখপাত্র।

ইউনিকলো ব্রান্ডের মালিক প্রতিষ্ঠান জাপানের ফাস্ট রিটেইলিং জানিয়েছে, তারা এ মাসে জাপানিজ কর্মীদের বাংলাদেশ সফর স্থগিত করেছে। একইসঙ্গে প্রয়োজন ছাড়া বাইরে না বের হতে কর্মীদের পরামর্শ দিয়েছেন তারা।

এদিকে, ঢাকার কূটনৈতিক এলাকায় রাতের বেলায় টহল দেয়ার জন্য আধাসামরিক সেনাদের নিয়োজিত করেছে বাংলাদেশ।


১৬ অক্টোবার,২০১৫/এমটিনিউজ২৪/আসিফ/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে