শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫, ০২:৫৮:০২

কামরুলকে শুক্রবারই আদালতে হাজির করা হবে

কামরুলকে শুক্রবারই আদালতে হাজির করা হবে

সিলেট: মধ্যযুগীয় কায়দায় বর্বরোচিত নির্যাতনে নিহত শিশু শেখ সামিউল আলম রাজন হত্যার প্রধান আসামি কামরুলকে শুক্রবারই স্থানীয় আদালতে হাজিরের উদ্দেশ্যে বৃহস্পতিবার রাতেই সিলেটে নিয়ে গেছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার দুপুর সোয়া তিনটার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কামরুলকে সৌদি আরব থেকে নিয়ে ঢাকায় পৌঁছায় পুলিশের প্রতিনিধি দলটি। পরে শাহজালাল বিমানবন্দর থেকে রাতে সড়কপথে সিলেট নিয়ে যাওয়া হয়।

আসামি কামরুলকে আনার পর শাহজালাল বিমানবন্দরে এপিবিএন কার্যালয়ে এআইজি নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, কামরুলকে বিচারের আওতায় আনা সরকারের ও পুলিশের একটি বড় ধরনের সফলতা।

নজরুল ইসলাম বলেন, সউদীর সঙ্গে বাংলাদেশের বন্দী বিনিময় চুক্তি ছিল না। তাকে ফিরিয়ে আনতে বেশ জটিলতা হয়েছিল। ইন্টারপোলের মাধ্যমে কামরুলকে দেশে আনা হয়েছে। পুলিশ এ বিষয়ে সর্বদাই সচেষ্ট ছিল।

তিনি জানান, বর্তমানে তাকে সিলেটে নেয়া হচ্ছে। সিলেটে শুক্রবার আদালতে হাজির করা হবে। শিশু রাজন হত্যা মামলায় ১১ জন গ্রেফতার হলেন এ পর্যন্ত আরও দু’জন পলাতক। ওই দুই আসামি ধরতে শুধু পুলিশি তৎপরতাই নয়, আধুনিক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে এআইজি বলেন, কামরুল খুন করে পালিয়ে গিয়েছিল কী করে এটি তদন্তের বিষয়। তবে স্থানীয় পুলিশের সহযোগিতা থাকতে পারে। এ জন্য সিলেট পুলিশের গাফিলতির দায়ে তিনজনকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি আরও খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।


১৬ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আসিফ/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে