ফরিদপুর শহর আ.লীগের নেতা হলেন যারা
ফরিদপুর : খন্দকার নাজমুল ইসলাম লেভিকে সভাপতি এবং সাজ্জাদ হোসেন বরকতকে সাধারণ সম্পাদক করে ফরিদপুর শহর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় ঐতিহাসিক অম্বিকা ময়দানে কাউন্সিল শেষে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে কাউন্সিলরেরা তিন বছরের জন্য নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।
আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার কারণেই লেভি ও বরকতকে গুরুত্বপূর্ণ দুটি পদে বসানো হয়েছে বলে মনে করেন দলের নেতাকর্মীরা।
এর আগে খন্দকার নাজমুল ইসলাম লেভি যুবলীগের আহ্বায়ক এবং সাজ্জাদ হোসেন বরকত শহর যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
নাজমুল ইসলাম লেভি ও সাজ্জাদ হোসেন বরকতকে শহর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নিযুক্ত করায় ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন দলের নেতাকর্মীরা।
১৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ
�