শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫, ১১:৪১:০৬

কামরুল কারাগারে

কামরুল কারাগারে

সিলেট : চাঞ্চল্যকর সিলেটের শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হকের আদালতে এই আদেশ দেয়। সকাল ১১টার দিকে সিলেট কোতোয়ালি থানা থেকে কামরুল ইসলামকে আদালতে হাজির করা হয়। এর আগে বৃহস্পতিবার সৌদি থেকে বিকেলে দেশে ফিরিয়ে আনা হয় কামরুল ইসলামকে। রাতেই ঢাকা থেকে সিলেটে নেওয়া হয় তাকে। কামরুলকে সিলেটে আনার পর সংবাদ সম্মেলন করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার কামরুল আহসান বলেন, ‘আইনি বাধ্যবাধকতা মেনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে আদালতে হাজির করা হবে।’ তিনি বলেন, রাজন হত্যা মামলায় পুলিশ দ্রুত অভিযোগপত্র দিয়েছে। বিচারও দ্রুততার সঙ্গে চলছে। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে কামরুলের বিচার হবে। এই মামলার পলাতক অপর দুই আসামি পাভেল ও শামীমকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। আসামি কামরুল ইসলামকে দেশে ফিরিয়ে আনতে গত ১১ অক্টোবর সৌদি আরবে যান সিলেটের তিন পুলিশ কর্মকর্তা। উল্লেখ্য, গত ৮ জুলাই সিলেট নগরীর কুমারগাঁওয়ে শিশু সামিউল আলম রাজনকে ভ্যান চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বেঁধে নির্মমভাবে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। ১৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে