শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫, ১২:৩৩:৩৯

প্রশ্ন ফাঁসের চেষ্টা, যুবকের কারাদণ্ড

প্রশ্ন ফাঁসের চেষ্টা, যুবকের কারাদণ্ড

নেত্রকোনা : প্রাক-প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা ও প্রতারণার অভিযোগে নেত্রকোনায় এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মো. নূর-এ-আলম বৃহস্পতিবার রাতে এই রায় দেন। কারাদণ্ড পাওয়া ব্যক্তি জাকির হোসেন (৩৫)। তার বাড়ি জেলার কেন্দুয়া উপজেলার সদর ইউনিয়নে। নির্বাহী হাকিম মো. নূর-এ-আলম বলেন, পাবলিক পরীক্ষা অপরাধ আইনে জাকিরকে দণ্ড দেওয়া হয়েছে। জানা গেছে, জাকিরের বিরুদ্ধে প্রাক-প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। গোপন সংবাদে বৃহস্পতিবার রাত আটটার দিকে শহরের আনন্দ বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরে রাত সাড়ে ১০টার দিকে নির্বাহী হাকিম মো. নূর-এ-আলম ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। বিচারক জাকিরকে এই দণ্ড দেন। ১৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে