প্রধানমন্ত্রীর বক্তব্য হিংসাত্মক : বিএনপি
ঢাকা : প্রধানমন্ত্রীর বক্তব্য সত্যের অপলাপ এবং হিংসাশ্রয়ী বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।
তিনি বলেছেন, ছিটমহল নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা সত্য নয়। বিএনপি ক্ষমতায় থাকার সময় মুজিব-ইন্দিরা চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিল। সে সময় ভারতের পার্লামেন্টে চুক্তি অনুমোদন না হওয়ায় তা বাস্তবায়ন করা যায়নি।
শুক্রবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
‘লন্ডনে বসে খালেদা জিয়া ষড়যন্ত্র করছেন’-প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে রিপন বলেন, এ নিয়ে প্রধানমন্ত্রী ও সরকারি দলের লোকজন অসত্য প্রচারণা চালাচ্ছেন। বিএনপির পক্ষ থেকে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
কুড়িগ্রামের দাশিয়ার ছড়ায় মুজিব-ইন্দিরা নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ করার উদ্যোগের কথা উল্লেখ করে রিপন বলেন, চুক্তিবাস্তবায়নে ইন্দিরার কোন ভুমিকা ছিল না। চুক্তি বাস্তবায়নে মোদি সরকারের অবদান রয়েছে। এখানে নরেন্দ্র মোদির নাম আসতে পারে। সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
১৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ