৫ দিনের লালন স্মরণোৎসব
কুষ্টিয়া : বাউল সম্রাট ফকির লালন শাহ’র গান, বাউল মেলা ও সাধুসংঘের মধ্যদিয়ে কুষ্টিয়ায় শুরু হচ্ছে লালন স্মরণোৎসব’১৫।
শুক্রবার থেকে কুষ্টিয়া কুমারখালীর ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী এই স্মরণোৎসব। চলবে মঙ্গলবার পর্যন্ত।
প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে স্মরণোৎসবে থাকবে লালনের স্মৃতিচারণ করে আলোচনা, লালন সঙ্গীতানুষ্ঠান ও লালন গ্রামীণ মেলা।
শুক্রবার সন্ধ্যায় এই স্মরণোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ।
১৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ