শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫, ০৪:১৬:৪২

‘শেখ হাসিনা খাদ্য ঘাটতি নিয়ে ড্রাইভিং সিটে বসেছেন’

‘শেখ হাসিনা খাদ্য ঘাটতি নিয়ে ড্রাইভিং সিটে বসেছেন’

ঢাকা : কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের আমলে না খেয়ে একটা পিঁপড়াও মরেনি। সরকার খাদ্য ঘাটতি নিয়েই ক্ষমতায় এসেছে। তখন অনেকে অনেক কিছু বলেছে। বরং খাদ্য ঘাটতি পূরণ করে উদ্বৃত্ত করা হয়েছে। বিশ্ব খাদ্য দিবস-২০১৫ উপলক্ষে শুক্রবার দুপুরে রাজধানীর ফার্মগেট খামারবাড়িস্থ ‘বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল রিসার্স কাউন্সিল’ (বিএআরসি) অডিটোরিয়ামে ‘গ্রামীণ দারিদ্র্য বিমোচন ও সামাজিক সুরক্ষায় কৃষি’ বিষয়ক এক জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন। মতিয়া চৌধুরী বলেন, সামাজিক সুরক্ষা হলো মানুষের নিশ্চিন্ত জীবন, সেখানে কোনো অস্থিরতা থাকবে না। পেটে ক্ষুধা থাকলে মানুষ অস্থির হয়, হানাহানি করে। খাবারের অভাব থাকলে কখনো উন্নয়ন আশা করা যায় না। আমরা খাদ্যের অভাব কমিয়েছি। জিডিপি বাড়িয়েছি। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সব শ্রেণির মানুষের খাদ্যের অভাব পূরণ করেছে। শেখ হাসিনা খাদ্য ঘাটতি নিয়ে সরকারের ড্রাইভিং সিটে বসেছেন। জনগণকে সঙ্গে নিয়ে খাদ্য ঘাটতি পূরণ করে উদ্বৃত্ত করছে। এটা কিন্তু এমনি এমনি হয়নি। প্রধানমন্ত্রীর পদক প্রাপ্তির বিষয়ে তিনি বলেন, পদক বিদেশ থেকে কিনতে পাওয়া যায় না, এমনি এমনিও কেউ দেয় না। এটা অর্জনের বিষয়। আমরা আন্তর্জাতিক অঙ্গনকে বুঝিয়ে দিয়েছি যে, যোগ্য আমরাই। বেগম মতিয়া চৌধুরী বলেন, ২০০৮ সালের নির্বাচনে ক্ষমতায় আসার সময় দেশে খাদ্য ঘাটতি ছিল ২ লাখ ২৬ হাজার টন। আমরা তা পূরণ করেছি। এখন এশিয়ার বাজার ধরেছি। সামনে ইউরোপের বাজারও ধরবো। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। আওয়ামী লীগ সরকার কৃষকের গায়ের ঘামের মূল্য বোঝে। সেমিনারে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব শ্যামল কান্তি ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অন্যদের মধ্যে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন এমপি, জাতিসংঘের ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার (ফাও) সংস্থার বাংলাদেশ প্রতিনিধি মাইক রবসন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশাররফ হোসেন, নাছিরুজ্জামান, বেগম ভিকারুন্নেসা, সীডের ডিজি আনোয়ার হোসেন, ডিজি (এক্সটেনশন) হামিদুর রহমান, বিএডিসি’র এমডি (সীড) রওনক মাহমুদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. মো. শামসুদ্দীন। ১৬ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে