নিউজ ডেস্ক : ফেসবুকের সম্পর্কের সূত্র ধরে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চৌদ্দ বছরের এক ছাত্রীকে সম্ভ্রমহানির অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় ওই ছাত্রীর পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনার পর থেকে ওই ছাত্রীর ফেসবুক বন্ধু প্রিন্স পলাতক রয়েছে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকাল পৌনে ৪টায় ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
ওই ছাত্রীর ভাই ঢামেক হাসপাতালে সাংবাদিকদের জানান, তার বোন মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডের বাড়িতে পরিবারের সঙ্গে থাকে। সে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী। দু’মাস আগে ফেসবুকে প্রিন্স নামে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। এরপর থেকে ওই যুবকের সঙ্গে তার মোবাইল ফোনে কথা হতো। ওই যুবক তার বোনকে ফুসলিয়ে মিরপুর ১ নম্বর এলাকায় একটি বাসায় নিয়ে সম্ভ্রমহানি করেছে বলে তিনি অভিযোগ করেন।
মোহাম্মদপুর থানার এসআই মো. রবিউল ইসলাম ঢামেক হাসপাতালে সাংবাদিকদের জানান, ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাকে ওসিসিতে (ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার) ভর্তি করা হবে কি-না তা পরে চিকিৎসকেরা আমাদের জানাবেন। পুলিশ ওই যুবককে চিহ্নিত ও আটকের চেষ্টা করছে।
২৯ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসবি