সোমবার, ৩০ জানুয়ারী, ২০১৭, ০১:৫৬:৫৭

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সার্চ কমিটির নাম নিয়ে আলোচনা

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সার্চ কমিটির নাম নিয়ে আলোচনা

নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে প্রেসিডেন্ট গঠিত সার্চ কমিটির আহ্বানে সাড়া দেয়ার ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটিকে দলটির পক্ষ থেকে নিরপেক্ষ ব্যক্তির নাম প্রস্তাব করার ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানা গেছে।  

রোববার রাতে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে পৌনে দুই ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে দলটির স্থায়ী কমিটির বেশির ভাগ সদস্য উপস্থিত ছিলেন। স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে একান্তে কথা বলেন খালেদা জিয়া।

বৈঠকের বিষয়ে স্থায়ী কমিটির একাধিক নেতা জানান, সার্চ কমিটির নিরপেক্ষতা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও নাম প্রস্তাব করার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। নামের বিষয়ে আজ-কালের মধ্যেই ঘোষণা আসতে পারে।

এদিকে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, সার্চ কমিটি যে নাম চেয়েছে, সে বিষয়ে আলোচনা হয়েছে। স্থায়ী কমিটির বৈঠকটি আগামীকাল সন্ধ্যা পর্যন্ত মুলতবি করা হয়েছে। কাল নিশ্চয়ই সব কিছু আপনারা জানতে পারবেন।

বৈঠকে খালেদা জিয়া ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
২৯ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে