শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫, ০৫:০৯:৪৪

‘খালেদার পাশে দেশেও নেই, বিদেশেও নেই’

‘খালেদার পাশে দেশেও নেই, বিদেশেও নেই’

ঢাকা : বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান দেশের বিরুদ্ধে চিকিৎসার নামে লন্ডনে বসে ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ রাসেলের জন্মদিন উদযাপন উপলক্ষে এক বর্ধিতসভায় তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় কার্যালয়ে এ বর্ধিতসভার আয়োজন করে মহানগর আওয়ামী লীগ। মায়া বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া লন্ডনে বসে বিদেশি নাগরিক হত্যার ষড়যন্ত্র করছেন, দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন। কিন্তু আপনার ষড়যন্ত্রের সময় শেষ। আপনার পাশে দেশের মানুষও নেই, বিদেশেও নেই। তিনি বলেন, খালেদা জিয়ার ষড়যন্ত্র মোকাবেলায় আমরা রাজপথে থাকবো। তার সব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে। আপনি সুস্থ হয়ে দেশে ফিরে শান্তির রাজনীতি করুন, গণতন্ত্রকে বিশ্বাস করুন। যুদ্ধাপরাধীদের বিচারে সম্মতি জানার আহবান জানান তিনি। মায়া বলেন, দুর্গা উৎসব সবার উৎসব, সব উৎসবেই আমরা সবাই মিলে একাকার হয়ে যাই। দুর্গা উৎসবেও আমরা তাদের পাশে থাকবো। এবার সরকারের পক্ষ থেকে প্রত্যেক পূজামণ্ডপে সাহায্য করা হয়েছে। তিনি বলেন, ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বেলা সাড়ে ৩টায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আলোচনা অনুষ্ঠিত হবে। ওই সভায় মহানগরের থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনসহ মিছিলসহকারে নিয়ে আসবেন। বর্ধিতসভায় সভাপতিত্ব করেন মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ। বক্তব্য রাখেন সহ-সভাপতি মুকুল চৌধুরী, শেখ বজলুল রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ। ১৬ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে