নিউজ ডেস্ক : আগামীতে সব নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভার শুরুতে তিনি একথা জানান।
শেখ হাসিনা বলেন, 'আমাদের লক্ষ্য নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনও অত্যন্ত সুষ্ঠুভাবে হয়েছে। আগামী দিনে প্রতিটি নির্বাচনই অবাধ ও সুষ্ঠু হবে। জনগণ তাদের ইচ্ছেমতো ভোট দেবে; যাকে চাইবে তাকে ভোট দেবে।'
নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে নামের প্রস্তাব চেয়েছে। যৌথসভায় সার্চ কমিটিতে নাম পাঠানোর সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ।
এদিকে নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই এবং যোগ্য এমন ব্যক্তিদের নাম প্রস্তাব করতে সার্চ কমিটিকে পরামর্শ দিয়েছেন বিশিষ্ট নাগরিকরা। সোমবার বিকাল ৪টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক তারা এ পরামর্শ দেন।
বৈঠকে অংশ নেয়া ১২ বিশিষ্ট নাগরিকরা হলেন- সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এসএমএ ফায়েজ, এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক ইউজিসি চেয়ারম্যন অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ ছহুল হোসাইন, এম সাখাওয়াত হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষক তোফায়েল আহমদ, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) নির্বাহী বদিউল আলম মজুমদার ও সাবেক পুলিশ মহা পরিদর্শক (আইজিপি) নুরুল হুদা।
৩০ জানুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস