নিউজ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির কাছে নামের তালিকা জমা দিয়েছে নয়টি দল, যারা ইসি গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিয়েছিল।
মঙ্গলবার সকাল ১০টার পর থেকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও বিধি) তে তারা নামের তালিকা জমা দেন।
দলগুলো হলো- জমিয়তে ওলামায়ে ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলিডিপি), ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস ও ন্যাপ (মোজাফফর), জাসদ (ইনু), বিজেপি, খেলাফত আন্দোলন । তবে কমিটিকে কাদের নাম দেয়া হয়েছে তা জানা যায়নি।
আগামী সংসদ নির্বাচন যারা পরিচালনা করবেন, তাদের নির্বাচনের জন্য গত বৃহস্পতিবার ছয় সদস্যের একটি সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত কমিটি ১০ কার্যদিবসের মধ্যে নতুন নির্বাচন কমিশনারদের নামের এক প্রস্তাব বঙ্গভবনে পাঠাবে। তার মধ্য থেকে অনধিক পাঁচজনকে নিয়ে নতুন ইসি গঠন করবেন রাষ্ট্রপতি।
ইসি গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে গত শনিবার প্রথম বৈঠকে বিশিষ্টজনদের সঙ্গে আলোচনার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রতিটির কাছে কাছে পাঁচজন করে ব্যক্তির নাম চায় সার্চ কমিটি। এজন্য দলগুলোকে আজকের দিন পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়। এর অংশ হিসেবে নয়টি দল কমিটির কাছে তাদের নামের তালিকা জমা দিল।
এছাড়া বেলা ১১টার দিকে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি এবং বেলা একটার দিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তাদের নামের তালিকা জমা দেবে।
৩১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর