মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০১৭, ১০:৫১:৪১

আরও রসালো গল্পের উপজীব্য হব : বাবুল আক্তার

আরও রসালো গল্পের উপজীব্য হব : বাবুল আক্তার

নিউজ ডেস্ক : আজ মঙ্গলবার সাবেক এসপি বাবুল আক্তারকে নিয়ে দেশের বহুল প্রচারিত একটি দৈনিকে খবর প্রকাশিত হয়েছে যে, এসআই আকরামের স্ত্রীর সাথে পরকীয়া প্রেমের জের ধরেই এসআই আকরামকে কুপিয়ে হত্যা করা হয়। এই অভিযোগ করেছেন এসআই আকরামের বোন জান্নাত আরা রিমি।

তবে পত্রিকাটির এই সংবাদের সাথে তার কোন সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে বাবুল আক্তার। তিনি তার ফেসবুকে লেখেন ‘আজ বহুলপ্রচারিত একটি জাতীয় দৈনিকে আমাকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। অত্যন্ত বিনয়ের সাথেই আমি বলছি যে প্রকাশিত সংবাদের কোন অংশের সাথে আমার বিন্দুমাত্র কোন সংশ্লিষ্টতা নেই।’

পত্রিকাটি ২০১৫ সালের যে সময় হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে বলে জানিয়েছে সেময় তিনি দেশেই ছিলেন না বলে জানিয়ে বাবুল লেখেন ‘উল্লেখিত ঘটনার সময় আমি সাউথ সুদানে (জুন ২০১৪-জুন ২০১৫) জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত ছিলাম এবং সেই ঘটনাটির বিস্তারিত ঐ সময় বিভিন্ন জাতীয় দৈনিকে ফলাও করে ছাপা হয়েছিল।’

আকরামের স্ত্রী বনানী বিনতে বশিরের সাথে সাতক্ষীরায় বাবুলের বাবার কর্মস্থল থাকার সময় থেকে সম্পর্ক ছিল বলে পত্রিকাটিতে জানানো হয়। কিন্তু বাবুল আজ ফেসবুকে লেখেন ‘আমার বাবার দীর্ঘদিনের চাকরিজীবনে তার পোস্টিং কখনও সাতক্ষীরায় ছিল না। উপরন্তু আমার এযাবৎকালের জীবদ্দশায় আমি নিজেও কখনও সাতক্ষীরায় যাইনি।’

বাবুল আক্তার বলেন, কিছুদিন ধরেই আমার পরিবারের কোন সদস্যই মুখোরোচক নানা গল্প থেকে রেহাই পাচ্ছেন না। লিখে ছাপিয়ে দেওয়া সহজ কিন্তু যাকে নিয়ে লিখলাম তার অনুভূতিটুকু অসাড় তো আর হয় না। আরও রসালো গল্পের উপজীব্য হব, অপেক্ষায় রইলাম...।

তাছাড়া 'সাদিমুন ইসলাম মুন' নামে আমার কোন ফুপাতো ভাই বা পরিচিত কোন ব্যক্তিও নেই বলে জানান সাবেক এই এসপি।

৩১ জানুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে