শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫, ০৬:৪০:০০

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাথে সুর মেলালেন জাফরুল্লাহ

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাথে সুর মেলালেন জাফরুল্লাহ

ঢাকা : মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাথে সুর মেলালেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করলেন তিনি। শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন। অধ্যাপক ডা. এম এ হাদীর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘মেডিকেল শিক্ষা ও অধ্যাপক এম এ হাদী’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। ডা. জাফরুল্লাহ বলেন, মেডিকেলে যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থীরা ভর্তি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে শাহবাগে শিক্ষার্থীরা আন্দোলন করছে। বিষয়টি সমাধানের জন্য তাদের মারধর করলে হবে না। বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। বিচার বিভাগীয় তদন্ত হলেই এ সমস্যার সমাধান হতে পারে। তিনি বলেন, আন্দোলন করলেই আমরা মারধর করতে পারি না। মানুষকে ধরে নিয়ে মেরে ফেলতে পারি না। শাহবাগে আন্দোলন করলেও মারধর করতে পারি না। অথচ এমপি গুলি করার পর আমাদের হাইকোর্ট দেখানো হয়। জাফরুল্লাহ চৌধুরী বলেন, এখন আন্দোলন সংগঠিত উপায়ে হয় না। কে সংসদে আছে সেটা কথা নয়, আমরা একত্রে আন্দোলন করেছি। কী করা যেতে পারে তা নিয়ে আলোচনা করেছি। তিনি বলেন, সরকার মুক্তিযুদ্ধের কথা বলে। অথচ সে সময় মুক্তিযোদ্ধাদের সেবা করেছেন যারা, তাদের স্বীকৃতি দেয়া হয়নি। অন্যথায় দেশের উন্নতি হবে না। সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. রফিকুল কবীর লাবু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. মো. তাহির, ড্যাবের মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম-মহাসচিব ডা. এসএম রবিউল ইসলাম বাচ্চু প্রমুখ। ১৬ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে