নিউজ ডেস্ক: রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়া বস্তিতে আগুন লেগে বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার পলাশ জানান, রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে মোট ৯টি ইউনিট পাঠানো হয়। সর্বশেষ ১২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার কর্মীরা।
এ আগুনে ঘটনায় কারো দগ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ঘরগুলোর সব জিনিসপত্র পুড়ে গেছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।-কালের কন্ঠ
০১ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ