বুধবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৭, ১১:০১:১১

যাত্রীর পেটে ১০টি স্বর্ণের বার, উদ্ধার হলো যেভাবে

যাত্রীর পেটে ১০টি স্বর্ণের বার, উদ্ধার হলো যেভাবে

নিউজ ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পেট থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করছে ঢাকা কাস্টম হাউস। জানুয়ারি মাসে এ নিয়ে পঞ্চম বারের মতো যাত্রীর শরীর থেকে স্বর্ণ উদ্ধার করলো কাস্টম হাউস।

বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান কাস্টম হাউসের সহকারী কমিশনার আহসানুল কবির। তিনি বলেন, মঙ্গলবার রাত ৮টায় জাহাঙ্গীর আলম ওমান হতে থেকে বাংলাদেশে আসেন। তার বাড়ি ফেনির ছাগলনাইয়া।

গোপন সংবাদ এর ভিত্তিতে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে জিজ্ঞাসা করলে তিনি স্বর্ণ বহনের কথা অস্বীকার করেন। পরবর্তীতে হাসপাতালে নিয়ে এক্সরে করলে তার পায়ুপথে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। পরে বিশেষ পদ্ধতিতে স্বর্ণবার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ১ কেজি ১৬৫ গ্রাম। যার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।
০১ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে