বুধবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৭, ০২:৫১:২৮

সার্চ কমিটির শর্ট লিস্টের সেই ২০ জনের নাম প্রকাশের আহ্বান মাহফুজ আনামের

সার্চ কমিটির শর্ট লিস্টের সেই ২০ জনের নাম প্রকাশের আহ্বান মাহফুজ আনামের

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটির ২০ জনের নামের শর্ট লিস্ট প্রকাশের আহ্বান জানিয়েছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। তিনি বলেছেন, ‘যে ২০ জনের নাম বাছাই করা হয়েছে ইতোমধ্যে সেই তালিকা প্রকাশ করা দরকার। এর আগেও সার্চ কমিটির সুপারিশ মন্ত্রিপরিষদ সচিব প্রকাশ করেছেন আমরা জানি। এবারও নামের তালিকা প্রকাশ করা হবে বলে আশা করি।’

বুধবার সকালে সার্চ কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা, আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার ও ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামের সঙ্গে সার্চ কমিটি বৈঠক করে।  

প্রসঙ্গত, ৩১ রাজনৈতিক দলের কাছ ১২৫ জনের নামের তালিকা থেকে ২০ জনের নামের শর্ট লিস্ট করা হয়েছে।  
০১ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে