নিউজ ডেস্ক : নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি চারজন বিশিষ্ট নাগরিকের সঙ্গে আজ মতবিনিময় করেছে। সভায় বিশিষ্ট নাগরিকরা তাদের মতামত দিয়েছেন। বুধবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আগামীকাল বৃহস্পতিবার বিকেল চারটায় সার্চ কমিটি নির্বাচন কমিশনের (ইসি) নাম চূড়ান্ত করতে আবারও বৈঠকে বসবেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ ভূইয়া সংবাদিকদের বলেন, রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত নামের বাইরে থেকেও প্রয়োজনে সার্চ কমিটি নাম সংগ্রহ করতে পারে। নতুন নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে দক্ষ, সৎ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও নির্দলীয় ব্যক্তিদের নাম সুপারিশ করার জন্য রাষ্ট্রপাতির গঠিত সার্চ কমিটিকে পরামর্শ দিয়েছেন তারা।
তিনি বলেন, বৃহস্পতিবার বিকেল ৪টায় সার্চ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বিশিষ্ট নাগরিকদের মূল্যবান পরামর্শ তারা শুনেছেন। সব কিছু বিবেচনা করে আগামী ৮ তারিখের মধ্যে একটি চূড়ান্ত প্রস্তাব তৈরি করা সম্ভব হবে।
যে চারজন বিশিষ্ট নাগরিক অনুসন্ধান কমিটিতে মতামত জানিয়েছেন, তারা হলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবু হেনা, আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার ও ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম।
আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে অনুসন্ধান কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীন আখতার।
এর আগে সোমবার ১২ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বসে নির্বাচন কমিশন গঠন বিষয়ে তাদের মতামত নেয় সার্চ কমিটি।
সার্চ কমিটির ওই সুপারিশের মধ্যে থেকে একজন প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন নিয়োগ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
কাজী রকিব উদ্দিন আহমদ নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষে ফেব্রুয়ারির মাঝামাঝি দায়িত্ব নেবে নতুন কমিশন। তাদের অধীনেই ২০১৯ সালের শুরুতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে।
১ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস