শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫, ০৮:০৭:৪৬

স্বর্ণের বাজারে গ্রাহকদের জন্য দুঃসংবাদ

 স্বর্ণের বাজারে গ্রাহকদের জন্য দুঃসংবাদ

নিউজ ডেস্ক : স্বর্ণের বাজারে গ্রাহকদের জন্য দুঃসংবাদ। এবার কমেনি স্বর্ণের দাম। স্বর্ণের দাম আবারো বাড়ানো হয়েছে। দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। নতুন দর শনিবার থেকে কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি। এতে ভরিতে বেড়েছে প্রায় দেড় হাজার টাকা। প্রায় এক মাসের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লো। শুক্রবার বাজুসের সাধারণ সম্পাদক এনামুল হক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দর অনুযায়ী, প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে ৪৩ হাজার ৭৪০ টাকা। বর্তমান দাম ৪২ হাজার ২২৩ টাকা। ভরিতে বেড়েছে ১ হাজার ৫১৭ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৪০ হাজার ১২৪ টাকা। শনিবার থেকে নতুন দাম হবে ৪১ হাজার ৬৪০ টাকা। বেড়েছে ১ হাজার ৫১৫ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের নতুন দাম বেড়ে দাঁড়াবে ৩৪ হাজার ৯৯২ টাকা। চলমান দাম দাম ৩৩ হাজার ৪৭৫ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের ভরির দাম শনিবার থেকে বেড়ে হবে ২৩ হাজার ৯১১ টাকা। বর্তমান মূল্য ২২ হাজার ৫৬৯ টাকা। নতুন দর কার্যকর হওয়ায় প্রতিভরির দাম বেড়েছে ১ হাজার পাঁশশত ৫০ টাকা। জুয়েলারি ব্যবসায়ীরা জানান, প্রতিভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ স্বর্ণ থাকে। অন্যদিকে সনাতন পদ্ধতির স্বর্ণ পুরনো স্বর্ণালঙ্কার গলিয়ে তৈরি করা হয়। স্বর্ণের দাম বৃদ্ধি ও কমানোর সিদ্ধান্তটি করে আসছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এবারো সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। ১৬ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে