‘বিষয়টি নিয়ে বাংলাদেশকে কিছুই জানায়নি ভারত’
নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের প্রধান আসামি নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনতে প্রস্তুতি নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্দেশনা পাওয়ার পর যত দ্রুত সম্ভব তাকে দেশে ফিরিয়ে আনতে আইনানুগ কাজগুলো সেরে রাখতে বলা হয়েছে। এ জন্য পুলিশকে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
মন্ত্রী বলেছেন, আইনগত বিষয় ও প্রক্রিয়া শেষ করে নূর হোসেনকে দেশে আনতে আরো কিছুটা সময় লাগবে। দেশের একটি সংবাদ মাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিতে ভারত সরকারের সঙ্গে বিভিন্ন সময়ে চিঠি আদান-প্রদান হয়েছে। আজ ভারতের আদালতে তাকে ফিরিয়ে দিতে আদেশ দিয়েছে। কিন্তু এখনো ভারত থেকে বাংলাদেশের কাছে এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে পুরো প্রক্রিয়া শেষ করে তাকে দেশে ফিরিয়ে আনতে কিছুটা সময় লাগবে।
আসাদুজ্জামান বলেন, ভারত সরকার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে জানাবে। সেখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘নোট ভারবাল’ পাঠানো হবে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোজাম্মেল হক খান বলেন, পুরো প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময়ের ব্যাপার। দ্রুত সম্ভব নূর হোসেনকে ফিরিয়ে আনতে সরকার চেষ্টায় আছে। তবে বিষয়টি নির্ভর করছে ভারতের ওপর। তারা তাদের প্রক্রিয়া শেষ করে বাংলাদেশকে জানালে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
আজ শুক্রবার সকালে নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর আদেশ দিয়েছেন ভারতের একটি আদালত। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের মুখ্য বিচারিক হাকিমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয়।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে ২০১৪ সালের ২৭ এপ্রিল অপহরণের পর হত্যা করা হয়। ওই ঘটনায় করা দুটি মামলার প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেন। ঘটনার পরপরই ভারতে পালিয়ে যান তিনি।
এরপর কলকাতা শহরের অদূরে বাগুইহাটি নামের একটি আবাসনে আশ্রয় নেন তিনি। সেখান থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা হয়।
বারাসাত পুলিশ জানায়, গত ১৮ আগস্ট এ মামলায় নূর হোসেনসহ তার সঙ্গে গ্রেপ্তার হওয়া আরো দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। এরপর বাংলাদেশ সরকার নূর হোসেনকে বাংলাদেশে ফেরত দিতে অনুরোধ জানায়।
১৬ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�