নিউজ ডেস্ক : ২০১৬ সালের হালনাগাদ কার্যক্রমের পর সারাদেশে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে বাংলাদেশের মোট ভোটার দাড়িয়েছে ১০ কোটি ৩০ লাখ।
এবার হালনাগাদ কার্যক্রমে নতুন করে ১২ লাখ ১৬ হাজার ৯৬৯ জন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন বলে জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান। তিনি জানান, এরমধ্যে পুরুষ সাত লাখ ১৫ হাজার ৪০৮ জন। আর নারী ভোটার পাঁচ লাখ এক হাজার ৫৬১ জন। ০১ ফেব্রুয়ারি মোট ভোটার সংখ্যা প্রকাশ করে নির্বাচন কমিশন।
জানা গেছে, হালনাগাদের আগে দেশের ভোটার সংখ্যা ছিলো ১০ কোটি ১৭ লাখ ৮১ হাজার ৫০ জন। এরমধ্যে পুরুষ পাঁচ কোটি ১৪ লাখ ৭৩ হাজার ৫০২ জন ও নারী পাঁচ কোটি তিন লাখ সাত হাজার ৫৪৮ জন।
সব মিলিয়ে বর্তমানে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ২৯ লাখ ৯৮ হাজার ১৯ জন। এরমধ্যে মোট পুরুষ ভোটার পাঁচ কোটি ২১ লাখ ৮৮ হাজার ৯১০ জন এবং নারী ভোটার পাঁচ কোটি আট লাখ নয় হাজার ১০৯ জন।
০২ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএস