নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ভ্যানে বহনকারী চালক ইমাম শেখ বাংলাদেশ বিমানবাহিনীর বেকারিতে অস্থায়ী ভিত্তিতে চাকরি পেয়েছে।
বুধবার সকালে বিমানবাহিনীর যশোর ঘাঁটির ফ্যালকন বেকারিতে ‘সরবরাহকারী’ হিসেবে যোগ দিয়েছে সেই ইমাম। এখানে তাকে মাসিক বেতন ধার্য করা হয়েছে সাত হাজার নয়শ’ টাকা।
জানা গেছে, যশোর বিমান ঘাঁটি থেকে ৩০ জানুয়ারি সকাল ১১টায় রওনা দিয়ে সন্ধ্যার দিকে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া পৌরসভা সর্দারপাড়ার গ্রামের নিজ বাড়িতে আসেন ইমাম। পরবর্তীতে দরকারি কাগজপত্র নিয়ে মঙ্গলবার রাতে আবার যশোর বিমান বাহিনীর ঘাঁটিতে ফিরে যান তিনি।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইমাম বলেন, ‘পরম করুণাময় আল্লাহর কাছে লাখো কোটি শোকরিয়া। কোনোদিন ভাবিনি আল্লাহ আমাকে এভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন’। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ বিমান বাহিনী ও দেশের সংবাদমাধ্যমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ইমাম।
২ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর