নিউজ ডেস্ক : নাম চূড়ান্ত করছে সার্চ কমিটি। এ জন্য চলছে যাচাই-বাছাই। দ্রুত তা সম্পন্ন করে ১০ জনের নামের তালিকা পাঠানো হবে প্রেসিডেন্টের কাছে। যাদের মধ্য থেকে গঠিত হবে নয়া নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন গঠনে নাম খোঁজার জন্য গঠিত সার্চ কমিটি গত কয়েক দিনে দুই দফায় মতবিনিময় করেছে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে। নেয়া হয়েছে তাদের পরামর্শ।
২৫টি রাজনৈতিক দলের কাছ থেকে পাওয়া যায় ১২৫টি নাম। এসব নামের মধ্য থেকে প্রথমে ২০ জনের তালিকা তৈরি করে সার্চ কমিটি। এখন এসব নামের ব্যক্তিদের ব্যাপারে বিস্তারিত খোঁজ-খবর নিচ্ছে কমিশন। চলছে বিশ্লেষণ। এসব নামের সঙ্গে বিবেচনায় নেয়া হবে আরো কিছু নাম। তারপরই চূড়ান্ত করা হবে ১০ জনের তালিকা।
নাম যাচাই-বাছাইয়ে গতকাল আবারো বৈঠক করেছে সার্চ কমিটি। গতকাল বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউন্সে অনুষ্ঠিত হয় এ বৈঠক। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার।
তবে এ বৈঠকে নামের তালিকা চূড়ান্ত হয়নি। আগামী ৬ই ফেব্রুয়ারি আবারো বৈঠকে বসবে সার্চ কমিটি। গতকালের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, বৈঠকে ২০ জনের সংক্ষিপ্ত তালিকায় থাকা ব্যক্তিদের ব্যাকগ্রাউন্ড এবং বিশিষ্ট নাগরিকদের দেয়া পরামর্শ নিয়ে পর্যালোচনা করেছেন কমিটির সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্ভাব্য প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার হিসেবে যাদের নাম আলোচনায় রয়েছে তারা হলেন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও পিএসসির চেয়ারম্যান ড. সা’দত হুসাইন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক মুখ্য সচিব মো. আবদুল করিম, শেখ ওয়াহিদ-উজ-জামান, মোল্লা ওয়াহিদউজ্জামান, সাবেক আইজিপি ও পরে সচিব হিসেবে অবসরে যাওয়া নূর মোহাম্মদ, শিক্ষাবিদ ড. তোফায়েল আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, সাবেক নির্বাচন কমিশন ও স্বাস্থ্য সচিব হুমায়ুন কবির, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, শিক্ষাবিদ ড. সাদেকা হালিম, এলজিআরডি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মনজুর হোসেন, নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি, সাবেক জেলা ও দায়রা জজ এমএ গফুর, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) দানিয়েল ইসলাম, বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাসিম আখতার হোসাইন, এনবিআরের সাবেক সদস্য রাহেলা চৌধুরী, সাবেক গভর্নর খোরশেদ আলম, সাবেক সচিব ফারুক আহমেদ সিদ্দিকী ও কমডোর (অব.) ওয়াহিদ চৌধুরী প্রমুখ। এমজমিন
৩ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসবি